১৯ মে, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
ফেনীতে বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত  বিরিঞ্চিকে হারিয়ে চ্যাম্পিয়ন রামপুর বয়েজ ক্লাব
  • Updated Dec 18 2023
  • / 499 Read

 

নিজস্ব প্রতিনিধি,
ফেনীতে বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্টে বিরিঞ্চি সূর্যমুখি সংসদকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রামপুর বয়েজ ক্লাব। রবিবার বিকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।


জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফুটসাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য আবুল কালাম পাটোয়ারী, জেলা কোর্চ দীপক চন্দ্র নাথ। 


বাংলাদেশ ফুটসাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফেনীর ৪টি দল অংশ নেয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন। 

Tags :

Share News

Copy Link

Comments *